Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে করোনা আক্রান্ত তিন উইন্ডিজ ক্রিকেটার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১০:৩৭ এএম

পাকিস্তান সফরে থাকা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, শেলডন কটরেল, রোস্টন চেজ, কাইল মায়ার্স ও কোচিং সদস্যের বাইরের একজনের কভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।

সীমিত ওভারের দুই সিরিজ খেলতে এই তিন ক্যারিবিয়ান দলের সঙ্গে পাকিস্তান সফরে আছেন। করাচি পৌঁছার পর তাদের করোনা পরীক্ষা করা হয়। তবে সফরকারী দলের বাকি সদস্যদের আরটি-পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

সিডব্লিউআই আরও জানায়, পজিটিভ আসা এই তিন খেলোয়াড়ের শরীরে করোনার কোনো প্রধান উপসর্গ দেখা যায়নি। তারা আগেই করোনার টিকা নিয়েছিলেন।

তবে পজিটিভ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে দেখা নাও যেতে পারে কটরেল, চেজ ও মায়ার্সকে। আরটি-পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত পাকিস্তানেই ১০ দিনের স্বেচ্ছা-আইসোলেশনে থাকবেন তারা।

পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। ১৩ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে সীমিত ওভারের এই দুই সিরিজ। সব ম্যাচ হবে করাচির জাতীয় স্টেডিয়ামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ