Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ডের সুতার ঘোষণায় কেমিক্যাল, চট্টগ্রাম বন্দরে চালান আটক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ৯:০০ পিএম

চট্টগ্রাম বন্দরে ১০০ শতাংশ পলিস্টার সুতা ঘোষণার চালানে এসেছে কেমিক্যাল। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করেছেন কাস্টম হাউস চট্টগ্রামের কর্মকর্তারা। শনিবার কাস্টমস কর্মকর্তারা জানান, ময়মনসিংহের ভালুকা পৌরসভার পিএনআর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে বন্ড সুবিধায় চালানটি বন্দরে আসে। আমদানিকারকের ঘোষণা ছিল পলিস্টার । চালানের নীট ওজন ২৫ টন। মূল্য ৪১ হাজার ৫৬০ ইউএস ডলার বা ৩৫ লাখ ৬৪ হাজার ৯৭১ টাকা। চালানটি খালাসের জন্য আমদানিকারকের মনোনিত সিঅ্যান্ডএফ এজেন্ট আগ্রাবাদের রাসেল গার্মেন্টস কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে গত ৬ ডিসেম্বর। গোপন সংবাদ থাকায় কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা প্রাথমিকভাবে ওই চালানে সুতার পরিবর্তে কেমিক্যাল আনার বিষয়টি নিশ্চিত হয়। এ পর কনটেইনারটি নতুন করে সিল দিয়ে বন্ধ করে জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে লক করে দেয়। গত ৯ ডিসেম্বর সিঅ্যান্ডএফ প্রতিনিধির উপস্থিতিতে কনটেইনারটি কিপ ডাউন করে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। যাতে ২৪৭ বস্তা কেমিক্যাল জাতীয় পণ্য পাওয়া যায়। একই সঙ্গে চালানটির সঠিক এইচএস কোড নির্ধারণে নমুনা সংগ্রহ করে কাস্টম হাউসের রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়। রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ