মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাজ্যে করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে বর্তমানে দেশটিতে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৩৯। মোট আক্রান্ত রোগীর সংখ্যায় উল্লম্ফন ঘটেছে শুক্রবারের পর। -বিবিসি, সিএনবিসি
সেদিন যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৪৪ জন। তাদের মধ্যে ১ জন স্কটল্যান্ডের, বাকিরা সবাই ইংল্যান্ডের। নর্দার্ন আয়ারল্যান্ডে শুক্রবার কোনো নতুন রোগী শনাক্ত হননি। বিবৃতিতে ইউকেএইচএসএ জানিয়েছে, যুক্তরাজ্যের সর্বত্র দ্রুতহারে বাড়ছে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে ডিসেম্বর শেষ হওয়ার আগেই দেশটিতে প্রাধান্যবিস্তারকারী ধরন বা ডমিন্যান্ট ভ্যারিয়েন্ট হয়ে উঠবে ওমিক্রন। গত ২৪ নভেম্বর বিশ্ববাসীকে প্রথম করোনার রূপান্তরিত ধরন ওমিক্রনের সংবাদ দেয় দক্ষিণ আফ্রিকা। দেশটির জনস্বাস্থ্য ও জীবাণু বিশেষজ্ঞরা জানান, দক্ষিণ আফ্রিকায় ইতোমধ্যে এ ধরনটিতে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।
তার দু’দিন পর, ২৬ নভেম্বর ওমিক্রনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে তালিকাভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত ০৮ ডিসেম্বর এক বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, এ পর্যন্ত বিশ্বের ৫৭ টি দেশে ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদিকে, যুক্তরাজ্যে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ১৯৪ জন, যা গত ১১ মাসে দেশটিতে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের পরিসংখ্যান। সরকারি তথ্য অনুযায়ী, মহামারির শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ৭১ লাখ ৯ হাজার ১৬৫ জন এবং এ রোগে দেশটিতে মৃত্যু হয়েছে মোট ১ লাখ ৪৬ হাজার ২৫৫ জনের। দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, দৈনিক সংক্রমণের এই হার যদি অব্যাহত থাকে তাহলে ডিসেম্বর শেষ হওয়ার আগে ব্রিটেনের মোট আক্রান্ত রোগীর পরিসংখ্যানে আরও ১০ নতুন রোগী যুক্ত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।