Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় এক ঝাঁক জুয়াড়ি গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ৪:২১ পিএম

খুলনায় র‌্যাবের অভিযানে এক ঝাঁক জুয়াড়ি গ্রেফতার রয়েছে। এ সময় উদ্ধার হয়েছে ২০ সেট তাস, নগদ ৪২ হাজার ১৬০ টাকা, ১৬ টি মোবাইল ফোন, ২৪ টি সিম কার্ডসহ জুয়া খেলার নানা সরঞ্জাম।
আজ শনিবার বিকালে র‌্যাব-৬ এর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাত ১০ টার দিকে র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন রেলিগেট ইসলামবাগ মোড় মিহির স্মৃতি সংসদ এর পিছনে পরিত্যক্ত ক্লাব ঘরের ভিতর থেকে ১৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় নগদ অর্থসহ জুয়া খেলার সরঞ্জাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হচ্ছে, মোঃ বাহাদুর শেখ(৫২), মোঃ আক্তার হোসেন শেখ (৫৩), মোঃ জুলফিকার আলী খান (৫৫), মোঃ রফিকুল ইসলাম বাবু শরীফ (৪৩), মোঃ আমিরুল ইসলাম শেখ (৫১), মোঃ শাহ আলম বিশ্বাস (৪৩), মোঃ শাহিন খান (৪৮), মোঃ দিবারুল ইসলাম শেখ (৫০), মোঃ অলিয়ার রহমান মিনা (৪২), মোঃ ফরিদুজ্জামান বাবলু মোল্যা (৫১), মোঃ মনিরুল ইসলাম ভূইয়া (৪২), বিএম খালিদ মোল্যা (৪২), মোঃ মাসুদ আলী মালি (৫০), মোঃ দেলোয়ার পাটোয়ারী (৫৭), শেখ আব্দুল কাদের (৫২) ও মোঃ মহিবুল হক আজাদ খালাসী (৫২)।
মামলা দায়েরের পর আজ শনিবার দুপুরে দৌলতপুর থানা পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ