বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ মো. গোলামুর রহমান আকিলের (১৯) সন্ধান মিলেছে। শনিবার দুপুরে চান্দগাঁও থানার ওসি মো. মঈনুর রহমান চৌধুরী ইনকিলাবকে জানান, ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়েছে। আকিল মহসিন কলেজ থেকে এবারের এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সে পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের মৃত মোজাফফর আহমদের ছেলে। বতর্মানে সে পরিবারের সঙ্গে চান্দগাঁও আবাসিক এলাকায় বসবাস করে। ওসি জানান, ৯ ডিসেম্বর আকিল নিজ ল্যাপটপ ও কয়েকটি বই নিয়ে নিখোঁজ হয়ে যায়। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানাধীন দৌলতপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে টিম চান্দগাঁও এর এস.আই আজিজুল হক ও সঙ্গীয় এস.আই আব্দুল মতিন। নিখোঁজ আকিল মানসিকভাবে বিপর্যস্ত ছিল এবং ইতিপূর্বে মানসিক চিকিৎসা করা হয়েছিল তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।