Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ইরানকে গোয়েন্দা উপগ্রহ দিচ্ছে রাশিয়া!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১০:৩৮ এএম

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, রাশিয়া ইরানকে একটি অত্যাধুনিক গোয়েন্দা উপগ্রহ সরবরাহ করতে যাচ্ছে। দৈনিকটির খবরে বলা হয়েছে, ক্যানোপাস-ভি নামের কৃত্রিম উপগ্রহটিতে একটি হাই-রেজোলুশন ক্যামেরা রয়েছে যা দিয়ে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে নিজের শত্রুদের গতিবিধির ওপর নজর রাখতে পারবে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট আরো জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে কৃত্রিম উপগ্রহটি মহাকাশে নিক্ষিপ্ত হতে পারে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কর্মকর্তাদের ঘন ঘন মস্কো সফরের জের ধরে রাশিয়া এই গোয়েন্দা উপগ্রহ ইরানকে সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া।
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, রাশিয়ায় তৈরি এই উপগ্রহটির একই ধরনের মার্কিন উপগ্রহের সমান সক্ষমতা নেই। তারপরও এটি দিয়ে ইরান মধ্যপ্রাচ্যে ইসরাইলের গতিবিধির পাশাপাশি ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের ওপর খুব ভালাভাবে নজরদারি করতে পারবে।
ইরান মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় ছায়াযুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করছে আমেরিকা এবং তার মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে। সূত্র : পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ