পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মরহুম এ এস এম হাফিজুর রহমানের লাশ সাতক্ষীরার বাটিয়াঘাটার কাশীপুরে তার মামার বাড়িতে দাফন করা হয়েছে। গত বুধবার রাত ১১টায় তিনি রাজধানীর কল্যাণপুরে অবস্থিত ইবনে সীনা হাসপাতালে ইন্তেকাল করেন। গত ৬ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হবার পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
মরহুমের স্ত্রী জানান, বৃহস্পতিবার লাশ নিয়ে রওনা দিয়ে তারা কাশীপুরে পৌঁছান সকাল সাড়ে ৭টায়। এরপর পরিবার সদস্যদের পরামর্শে জুমার আগেই জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। জানাজা ও দাফনে মরহুমের আত্মীয়স্বজন, গ্রামবাসীসহ বহু গুণগ্রাহী অংশগ্রহণ করেন।
এদিকে মরহুমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ঢাকা সাব-এডিটর কাউন্সিল (ডিএসইসি)-এর সভাপতি মামুন ফরাজী এবং সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়। এক শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।