পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নারায়ণগঞ্জের চাষাঢ়া ডাকবাংলার মোড়ে দ্রুতগামী ইটবাহী ট্রাকের চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনায় ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চাকার নীচ থেকে বাবার লাশ ও সড়কের পাশে পড়ে থাকা মেয়ের লাশ উদ্ধার করে। এসময় রিকশাচালকও আহত হয়। নিহতরা হলেন, আলতাব হোসন ও তার মেয়ে বেলী আক্তার। তাদের বাড়ি সোনারগাঁয়ের শম্ভুপুরা এলাকায়। তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষর্শীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের চাষাঢ়া থেকে পঞ্চবটির দিকে রিকশায় করে তারা বাবা মেয়ে একসাথে যাচ্ছিলেন। ওই সময় উল্টোদিক থেকে দ্রুত চালিয়ে আসা একটি ট্রাক তাদের রিকশার সামনের দিকে ধাক্কা দিলে তারা সড়কে পড়ে যায়। তখন ট্রাকটি তাদের মাথার উপর উঠিয়ে দেয়। ওই সময় চালকট্রাক রেখে পালানোর চেষ্টা করলে জনতা তাকে ধরে পুলিশের কাছে তুলে দেয়। এসময় মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানায় উপ-পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর জানান, লাশ দুইটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, গত ৩ ডিসেম্বর আমেরিকা থেকে দেশে ফিরে বেলি তার খালার বাসায় অবস্থান করছিলো। গতকাল শুক্রবারে একটি অনুষ্ঠানে নিতে তাকে নিয়ে যায় তার বাবা আলতাব। সেখান থেকে ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় তাদের দু’জনের মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।