Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ডে সিগারেট কেনার সুযোগই পাবে না ভবিষ্যৎ প্রজন্ম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ৩:২৯ পিএম

গোটা একটি প্রজন্মকে ধূমপানমুক্ত হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে নিউজিল্যান্ড৷ বলা হচ্ছে এটি বাস্তবায়ন হলে আগামী কয়েক দশকের মধ্যে দেশটিতে আর কোনো ধূমপায়ী থাকবে না৷

২০২২ সালের শেষে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। আগামী বছরই সেটি আইন হিসেবে পাস হতে পারে, যা বাস্তবায়ন হলে এখনকার শিশুরা ভবিষ্যতে ধূমপানের সুযোগই পাবে না৷ দেশটির সহযোগী স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল এই পরিকল্পনা নিয়ে টুইটারে লিখেছেন, ‘‘ধূমপানমুক্ত ২০২৫ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধকরণসহ আমরা সাহসী কিছু পদক্ষেপ বাস্তবায়ন করবো৷”

বর্তমানে নিউজিল্যান্ডে ১৮ বছরের নীচের সবার জন্য সিগারেট আইনত নিষিদ্ধ৷ কিন্তু ২০২৭ সাল থেকে বয়সের এই সীমা ক্রমাগত বাড়তে থাকবে৷ এভাবে এখন যাদের বয়স ১৪ বছর তারা কখনোই আর সিগারেট কেনার বৈধতা পাবে না৷ হিসাব করলে দেখা যাবে ৬৫ বছর পরে যারা সিগারেট কিনতে যাবেন, তাদের বয়স হতে হবে ৮০ বছর৷ তবে সরকার মনে করছে এতদিনও অপেক্ষা করতে হবে না, তার কয়েক যুগ আগেই নিউজিল্যান্ড ধূমপানমুক্ত দেশে পরিণত হবে৷

তামাকের খুচরা বিক্রয়ে বিশ্বে সবচেয়ে কড়াকড়ি আরোপ করা দেশের মধ্যে ভূটানের পরেই রয়েছে নিউজিল্যান্ড৷ সাম্প্রতিক বছরগুলোতে সিগারেটের উপর উচ্চ কর আরোপ করা হয়েছে দেশটিতে৷ অন্য দেশের তুলনায় সেখানে ধূমপায়ীর হার তাই এমনিতেই কম৷ বর্তমানে দেশটির ১৫ বছরের বেশি বয়সিদের মধ্যে ধূমপায়ীর হার ১১ দশমিক ছয় শতাংশ৷ তবে প্রতিদিন ধূমপান করেন নয় শতাংশ মাত্র৷

২০২৫ সালের মধ্যে এই হার পাঁচ শতাংশে নামিয়ে আনতে চায় সরকার৷ এজন্য পরিকল্পনা অনুযায়ী তামাকজাত পণ্য বিক্রির উপর আরো কড়াকড়ি আরোপ করা হবে৷ বেঁধে দেয়া হবে নিকোটিনের মাত্রাও৷ তামাকমুক্ত প্রজন্ম গড়ার এই আইনটি আগামী বছরের জুনে সংসদে পেশ করার কথা রয়েছে৷ সূত্র: ডিপিএ, রয়টার্স, এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ