গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ভারতের উত্তর প্রদেশের মথুরা শাহী ঈদগাহ মসজিদে উগ্রপন্থী হিন্দুদের কৃষ্ণ মূর্তি স্থাপন করার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, গত সোমবার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে কট্টরপন্থী একটি হিন্দু গোষ্ঠী সেখানে " দেবতার প্রকৃত জন্মস্থান" দাবি করে ঐ স্থানে মসজিদের ভেতর কৃষ্ণ মূর্তি স্থাপনের হুমকি দিয়েছে। যা ভারতীয় হিন্দুদের ইসলাম ও মুসলিম বিদ্বেষের পুরনো চরিত্রের বহিঃপ্রকাশ। ভারত সরকারের উচিত সে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী উগ্রবাদী হিন্দুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।
তিনি আরো বলেন, ভারতের মতো একটি গণতান্ত্রিক সরকারের রাষ্ট্রীয় সহযোগিতায় মুসলমানদের প্রচীনতম ঐতিহ্য অযোধ্যা বাবরি মসজিদটি ২৯ বছর আগে ভেঙে ফেলা হয়েছিল। ভারত সরকার আন্তর্জাতিক সমস্ত নিয়ম নীতি তোয়াক্কা না করে সেদেশের সংখ্যালঘু মুসলমানদেরকে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে। তাদের ধর্ম কর্মের স্বাধীনতা হরণ করছে। তাদের পৈত্রিক বসতবাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। মিডিয়ায় এমন সব মুসলিম নিপীড়নের সংবাদ বারবার শিরোনাম হওয়া সত্বেও রহস্যজনক কারণে জাতিসংঘ নিরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। কথিত জাতিসংঘ মুসলমানদের জন্য কোন উপকারে আসছে না।
তিনি বিশ্ব মুসলমানদের সার্বিক কল্যাণে স্বতন্ত্র মুসলিম জাতিসংঘ কায়েমের জন্য মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।