বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি। আজ বুধবারের মধ্যে মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে ভর্তির তথ্য জানিয়ে দেয়া হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড খান গোলাম কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ৮ ডিসেম্বরের মধ্যে মেসেজের মাধ্যমে মেধাক্রম জানিয়ে দেয়া হবে। এরপর শিক্ষার্থীরা অনলাইনে বিষয় ভিত্তিক পছন্দ দিতে পারবে। ক, ঘ ইউনিটের ভর্তি শুরু হবে আগামী ১৩ ডিসেম্বর থেকে এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২০ ডিসেম্বর থেকে।
তিনি আরও বলেন, খ ও গ ইউনিটের ভর্তি শুরু আগামী ১৯ ডিসেম্বর থেকে এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২৩ ডিসেম্বর থেকে। ভর্তি বিষয়ে সব তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।