Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তে জন্ম সন্তানের নাম রাখলেন বর্ডার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ভারত-পাকিস্তানের আত্তারি-ওয়াঘা আন্তর্জাতিক সীমান্তের ভারতীয় দিকে (আত্তারি) সন্তানের জন্ম দিলেন এক পাকিস্তানি নারী। সদ্যোজাত সন্তানের নাম রেখেছেন ‘বর্ডার’। গত ৭১ দিন ধরে আত্তারি সীমান্তে আটকা পড়ে আছেন ওই পাকিস্তানি নারীসহ আরও ৯৭ জন পাকিস্তানি নাগরিক। যার মধ্যে ৪৭ জনই শিশু আবার এদের মধ্যে ৬ জনের বয়স মাত্র এক বছর। পাকিস্তানি দম্পতি বালাম রাম এবং তার স্ত্রী নিম্বু বাই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজনপুর জেলার বাসিন্দা। গত ২ ডিসেম্বর হঠাৎ করেই প্রসব যন্ত্রণা শুরু হয় নিম্বু বাই’এর। এসময় পাঞ্জাবের পাশ্ববর্তী গ্রামের কয়েকজন বাসিন্দা নিম্বু বাই’কে সহায়তা করার জন্য সেখানে পৌঁছায়। স্থানীয়রা যাবতীয় চিকিৎসা ব্যবস্থারও জোগান দেয়। বালাম রাম জানান লকডাউনের আগে তাকে নিয়ে মোট ৯৮ জন পাকিস্তানি নাগরিক তীর্থ করতে পাকিস্তান থেকে ভারতে আসেন। এছাড়াও ভারতে অবস্থান করা আত্মীয় পরিজনদের সাথেও দেখা করেন তারা। কিন্তু ভারত ভ্রমণের পর নিজেদের দেশে ফেরত যাওয়ার সময় বিপত্তিতে পড়েন তারা কারণ তাদের কারো কাছেই দেশে ফেরার প্রয়োজনীয় নথি ছিল না। ফলে গত দুই মাসের বেশি সময় ধরেই আত্তারি আন্তর্জাতিক সীমান্তে দিন কাটাতে হচ্ছে তাদের। ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ