মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন রিপাবলিকান এমপি লরেন বোয়েবার্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আরেক এমপি ইলহান ওমরকে জঙ্গি হিসেবে কটাক্ষ করার পর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন ওই মুসলিম নারী এমপি। সুমালিয়া বংশোদ্ভ‚ত ডেমোক্র্যাট দলের ওই মার্কিন এমপি এ জন্য বিরোধী রিপাবলিকান দল এবং তাদের নেতাকর্মীদের দোষারোপ করছেন। যুক্তরাষ্ট্র থেকে ইসলামভীতি দূর করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহবান জানানোর পর থেকে তাকে ইসলামি জঙ্গি এবং সন্ত্রাসীদের সহযোগী বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল করতে থাকেন মার্কিন রিপাবলিকান এমপি লরেন বোয়েবার্ট। তিনি ডেমোক্র্যাট নেত্রী ইলহান ওমরকে নিয়ে আরও অনেক বর্ণবাদী মন্তব্য করেন। পরে প্রচÐ সমালোচনার মুখে মুসলিমবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চান মার্কিন রিপাবলিকান এমপি লরেন বোয়েবার্ট। শুক্রবার রিপাবলিকান এমপি লরেন বোয়েবার্ট বলেন, আমি আমার ইসলামবিদ্বেষী মন্তব্যের জন্য মুসলিম স¤প্রদায়ের কাছে ক্ষমা চাচ্ছি। আমি এমপি ইলহান ওমরের অফিসে গিয়ে এ ব্যাপারে সরাসরি তার সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি— এসব অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বিতর্ক না করে আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আলোচনা করার। এর আগে হিজাব পরায় ইলহান ওমরকে জিহাদি ও ধর্মান্ধ বলে সমালোচনা করেছিলেন এ রিপাবলিকান এমপি। তিনি এক টুইটবার্তায় বলেন, ইলহানের মুখের দিকে তাকালে আমার খুবই বিরক্ত লাগে, জিহাদি বলে মনে হয়। কংগ্রেস এমন ভয়ানক ইসলামিক ভাবধার লোকজন থাকা নিন্দনীয়। পরে সমালোচনার মুখে গত শুক্রবার তিনি ভুল স্বীকার করে তার মুসলিমবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চান। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।