Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়িভাড়া ও বন্ধকী ঋণ মওকুফ প্রস্তাব ইলহানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১২:১৬ এএম

করোনাভাইরাস মহামারীতে সংকটে পড়া লাখ লাখ মার্কিন নাগরিকের বন্ধকি ঋণ ও বাসাভাড়া মওকুফে একটি বিল উত্থাপন করেছেন মিনেসোটা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ইলহান ওমর।-খবর গার্ডিয়ানের। শুক্রবার ঘোষিত এই আইনের অধীন কেন্দ্রীয় সরকারের মাধ্যমে নিজেদের ক্ষতি পুষিয়ে নেবেন বাড়িওয়ালা ও বন্ধকদাতারা। জাতীয় জরুরি অবস্থা শেষ হওয়ার পরবর্তী এক মাস এই কর্মসূচি চলবে। আর ভূতপূর্ব হিসেবে এপ্রিল থেকেই তা কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রে গত ১৩ মার্চ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। নজিরবিহীন আবাসন সংকটের মধ্যে নতুন এই প্রস্তাব নিয়ে এসেছেন কংগ্রেসের মুসলিম সদস্য ইলহান ওমর। চলতি মাসের শুরু থেকে ৩১ শতাংশ মার্কিন নাগরিক তাদের বাসাভাড়া দিতে পারেননি, আর লাখ লাখ লোক তাদের চাকরি হারিয়ে বাড়িতে বেকার বসে আছেন। কিন্তু এসব সংকটে কেন্দ্রীয় সরকারের জবাবও সীমিত। দ্য কেয়ার অ্যাক্ট নামের প্রণোদনা প্যাকেজে গৃহায়ণ ও নগর উন্নয়ন কর্মসূচির জন্য এক হাজার ২০০ কোটি ডলার অন্তর্ভুক্ত করা হয়েছে। গৃহহীন ও ভাড়াটিয়াদের সহযোগিতায় এসব অর্থ ব্যয় করা হবে। আবাসন নিরাপত্তাহীনতায় থাকা লাখ লাখ আমেরিকানদের প্রয়োজন মেটাতে ওই অর্থ খুব বেশি ভূমিকা রাখতে পারবে না। কাজেই ভাড়া মওকুফের জন্য আরও বেশি তহবিল বরাদ্দের আহবান জানানো হয়েছে। ভাড়াটিয়াদের স্পষ্ট সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের বাধ্যবাধকতাকে কেন্দ্র করে ইলহান ওমর এই আইন প্রস্তাব করেছেন। সরকারি তহবিল পেতে বাড়িওয়ালা ও ঋণদাতাদের এক গুচ্ছ নিয়ম অনুসরণ করতে হবে। যেটা অন্তত পাঁচ বছর মেয়াদি হবে। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ