Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রেণিকক্ষে নামাজ আদায়ে শিক্ষিকার বাধা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

বাইরে অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার কারণে পবিত্র জুম্মার নামাজ শ্রেণিকক্ষে আদায় করতে চেয়েছিলো ইংল্যান্ডের ওল্ডহ্যাম উত্তর একাডেমির কিছু মুসলিম শিক্ষার্থী। এসময় একজন শিক্ষিকা তাদের বাধা দেন। যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিতর্ক শুরু হলে তা স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। পরে কর্তৃপক্ষ এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাধ্যমিক স্কুলের ওই শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে নামাজ আদায় করতে গেলে একজন শিক্ষিকা তাদের বাধা দেন। এমনকি তাদের লাথি মারার কথাও বলেন। পরে ছেলে শিক্ষার্থীরা বাইরে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আটজন শিক্ষার্থী একসঙ্গে দাঁড়িয়ে সেজদা দিচ্ছেন। এ সময় স্কুলের একজন স্টাফ শীতের ভারি জ্যাকেট গায়ে পড়ে তাদের পাহাড়া দিচ্ছেন। যদিও এর আগে, শ্রেণিকক্ষের ভেতরে নামাজ আদায় করতে না দেওয়ার কারণ হিসেবে স্কুল কর্তৃপক্ষ দাবি করেন, বন্যার কারণে ১৫টি শ্রেণিকক্ষ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে- তাই নামাজে বাধা দেওয়া হয়। ডেইলি মেইল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নামাজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ