Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কচ্ছপের বিষাক্ত মাংস খেয়ে ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২১, ২:১২ পিএম

তানজানিয়ার পেম্বা দ্বীপে একটি কচ্ছপের বিষাক্ত মাংস খেয়ে শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি আছেন আরো তিনজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, তানজানিয়ার অনেক দ্বীপ ও সমুদ্র এলাকার মানুষ কচ্ছপের মাংস খায়। কিন্তু দেশটির কর্তৃপক্ষ এর শিকার নিষিদ্ধ করেছে।
জানা গেছে, মাঝে মাঝে কচ্ছপের মাংস ভিতরে গিয়ে বিষের কাজ করে। খাদ্যে বিষক্রিয়া ঘটে, যার ফলে ব্যক্তি মারা যায়।
টার্টল ফাউন্ডেশনের দাতব্য সংস্থা বলছে, মৃত্যুর কারণ সম্পর্কে পুরো জানা না গেলেও, বিষাক্ত কচ্ছপের মাংস খেতে তাদের মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। পুলিশ কমান্ডার জুমা জানান, গত বৃহস্পতিবার পেম্বার পরিবারের পাঁচ সদস্য কচ্ছপের মাংস খেয়েছিলেন। খাওয়ার পরের দিনই সকালে প্রথম তিন বছরের শিশুটি মারা যায়। এরপর রাতে মারা যান দুইজন এবং এরপর রবিবার মারা যান চারজন। এখন পর্যন্ত হাসপাতালে মোট ৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে তিনজনের অবস্থা এখনো খারাপ এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন।



 

Show all comments
  • M A Islam ৫ ডিসেম্বর, ২০২১, ৩:২৭ পিএম says : 0
    May Allah protect everyone, Amen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তানজানিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ