Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরায় দুই দিনব্যাপী পথনাট্যোৎসব

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাংস্কৃতিক চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমির অভিনয় বিভাগের শিক্ষর্থীদের সমন্বয় গঠিত নাট্যদল থিয়েটার অঙ্গনের দুই দিনব্যাপী পথনাট্যোৎসবের আয়োজন করেছে। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার রাজধানীর উত্তরা রবীন্দ্র স্বরনীর পশ্চিমের শেষ প্রান্তে বটমূলে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০ পর্যন্ত এ পথনাট্যোৎসব অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে থিয়েটার অঙ্গনের সভাপতি মাহবুব আমিন মিঠু স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একুশের প্রথম কবিতার রচয়িতা মরহুম ভাষা সংগ্রামী কবি মাহবুব উল আলম চৌধুরীর স্মৃতির প্রতি উৎসর্গীকৃত পথনাট্যোৎসবে দেশের স্বনামধন্য নাট্যসংগঠনগুলো তাদের পরিবেশনা তুলে ধরবেন।
উদ্বোধনী দিনে বাংলাদেশ পুলিশের প্রশঅসন ও অপারেশন বিভাগের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ মোখলেসুর রহমান বিপিএম (বার) ও সমাপনী দিনে বিজিএমইএ’র সাবেক সভাপতি মোহাম্মদ আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের নাট্যোৎসবে থিয়েটার অঙ্গনের এগারতম প্রযোজনা নাট্যজন মান্নান হীরা রচিত ও নির্দেশিত নাটক ‘ফুলেশ্বরীর কাব্যগাঁথা’ সমাপনী দিনে প্রদর্শনী হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পথনাট্যোৎসব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ