Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল সিলেটে আসছেন পরিকল্পনা ও পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ৫:১০ পিএম

কাল বৃহস্পতিবার (২ডিসেম্বর) সিলেট সফরে আসছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। বিমানযোগে পৃথকভাবে সিলেটে এসে পৌঁছাবেন তাঁরা। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছাতক পৌরসভা পরিদর্শন, ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের উদ্বোধন ও বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ছাতক উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ একাধিক আয়োজনে তাঁর যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন বেলা সোয়া ২টার দিকে বিমানযোগে এসে পৌঁছাবেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিকাল সাড়ে তিনটায় ক্যাপ ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান অতিথি হিসেবে ও সন্ধ্যা ৬টায় সিলেট স্টেশন ক্লাব আয়োজিত চা চক্রে অংশ নেবেন মন্ত্রী। রাত সাড়ে ৮টার দিকে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ