Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৪ কিশোর গ্রেফতার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ৪:৩২ পিএম | আপডেট : ৪:৫১ পিএম, ১ ডিসেম্বর, ২০২১

বেগমগঞ্জ উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ ৪জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এদের মধ্যে ২জন কিশোর রয়েছে।

আটককৃতরা হলো সেনবাগ উপজেলার নুর মোহাম্মদের ছেলে মো. সোহেল (১৮) বেগমগঞ্জ উপজেলার নুর মোহাম্মদের ছেলে মো.জহিরুল ইসলাম (১৮) একই উপজেলার হারুনুর রশীদ ছেলে ফিরোজ আহম্মদ (১৫) ও আবুল খায়েরের ছেলে মো.নেয়ামত উল্যাহ (১৬)।

বুধবার ৪ আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ভূঞারহাট থেকে ৪জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ গ্রেফতারকৃত ৪ আসামি ওই স্থানে সন্ত্রাসী কার্যক্রম করতে অবস্থান নেয়। বিষয়টি টের তারা তাদের আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে কিরিচ, ছোরা,ব্লেড জব্দ করে পুলিশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ