Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন পুলিশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ৯:৪২ পিএম

চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস নারী কাবাডিতে পুলিশকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ আনসার। সেই হারের মধুর প্রতিশোধ এবার নাজিহার আইটি সলিউশন নারী লিগে এসে নিলো পুলিশ। মঙ্গলবার বিকালে ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ফাইনালে টাইব্রেকারে শাহনাজ পারভিন, পলি আক্তার, কচি রানী ম-লের আনসারকে ২৬-২৫ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শারমিন সুলতানা, শিলা আক্তারদের পুলিশ দল। নির্ধারিত সময়ের খেলা ২২-২২ পয়েন্টে ড্র ছিল। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও পুলিশ কাবাডি দলের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুছ ছালাম আজাদ ও নাজিহার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাবাডি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ