গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান আজ (মঙ্গরবার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার (আনিসুল হকের) প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
ফারুক হাসান বনানীতে এই স্বপ্নদ্রষ্টা নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাতও কামনা করেন।
প্রয়াত মেয়রের জীবন ছিলো বর্ণাঢ়্যময়। টেলিভিশন উপস্থাপক হিসেবে জীবন শুরু করলেও কালের পরিক্রমায় তিনি হয়েছিলেন একজন সফল ব্যবসায়ী। ব্যবসায়ী হিসেবে তার সফল পদচারণা ছিলো তৈরি পোশাক শিল্প, বিদ্যুৎ উৎপাদন, তথ্য প্রযুক্তি, আবাসন, মিডিয়া এবং কৃষিভিত্তিক শিল্পে।
আনিসুল হক একাধারে বিজিএমইএ, সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, এফবিসিসিআই এবং বিআইপিপিএ (বাংলাদেশ ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারস এসোসিয়েশন)সহ বেশ কয়েকটি বৃহৎ সংগঠনের সভাপতির দায়িত্বও পালন করেন।
বিজিএমইএ সভাপতি বলেন, সমাজ ও ব্যবসা বানিজ্যে অসামান্য অবদান রাখার জন্য জাতি চিরকাল তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।