Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তীব্র শীতে ২ হাজার শরণার্থীর অপেক্ষা সীমান্তে : আইওএম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

জাতিসংঘের আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (আইওএম) জানিয়েছে, তীব্র শীত আর বিরূপ আবহাওয়া উপেক্ষা করে এখনও বেলারুশ-পোল্যান্ড সীমান্তে দুই হাজার শরণার্থী ইউরোপে ঢোকার অপেক্ষায় আছেন। গত কয়েক মাস ধরে এখানে প্রায় সাত হাজার অভিবাসনপ্রত্যাশী জড়ো হন সীমান্ত পার হয়ে ইউরোপে প্রবেশের জন্য। হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রায় বেশ কয়েকজন শরণার্থীর মৃত্যু হলে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। এর মধ্যে ইরাক সরকার তাদের প্রায় দুই হাজার নাগরিককে এই মধ্যে ফিরত নিয়ে গেছে। আইওএমের মহাসচিব অ্যান্তোনিও ভিটোরিনো বলেন, আমাদের সবার দায়িত্ব হবে— সবার আগে এই তীব্র শীত থেকে শরণার্থীদের জীবন বাঁচানো। সীমান্তের উভয় পাশে মানবাধিকার সংস্থাগুলোকে এসব শীতার্ত মানুষকে রক্ষায় এগিয়ে আসার আহŸান জানান তিনি। আন্তর্জাতিক এ শরণার্থী সংস্থাটি আরও জানিয়েছে, পোল্যান্ড সীমান্তে এখনও প্রচÐ ঠাÐায় ইরাকি কুর্দি, সিরিয়া, ইরান, আফগান, ইয়েমেন, ক্যামেরুনসহ আরও কয়েকটি দেশের দুই হাজার অভিবাসনপ্রত্যাশী অপেক্ষা করছেন। আনাদোলু।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ