পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নিরাপদ সড়ক ও গণপরিবহনে হাফ পাসের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন স্কুল-কলেজর শিক্ষার্থীরা। গতকাল সোমবার নগরীর ওয়াসার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা গণপরিবহনে অর্ধেক ভাড়ার পাশপাশি নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লােগান দেয়। তারা বলেন, হাফ পাস আমাদের অধিকার। এ অধিকার নিয়ে রাস্তায় নামতে হলো এটা দুঃখজনক। তারা বলেন, সড়কে নেমেই প্রতিদিনই শিক্ষার্থীরা লাশ হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। আর পড়তে এসে লাশ হয়ে ফিরতে চাই না। শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে স্লােগান দেন। ‘নেতা হসে আসি নাই, নিরাপদ সড়ক চাই’। ‘ফোরজি স্পিডে নেটওয়ার্ক নয়, ফোরজি স্পিডে বিচার চাই’। ‘আশ্বাস নয় হাফ পাস বাস্তবায়ন চাই’ ইত্যাদি স্লােগান সম্বলিত প্লেকার্ড বহন করে শিক্ষার্থীরা। সমাবেশ চলাকালে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে নগর পুলিশের কর্মকর্তারা তাদের সাথে কথা বলেন। তারা দাবির বিষয়ে সংশ্লিষ্ট মহলে অবহিত করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা এলাকা ত্যাগ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।