Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের বিক্ষোভে অচল চুয়েট

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) কম্পিউটারকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মুক্তাদির শাওনের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে গতকাল (বুধবার) টানা দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে হামলাকারী হিসেবে চিহ্নিত ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলকারী জ্যেষ্ঠ ব্যাচের ছাত্রীদের উত্ত্যক্ত করেছেন বলেও অভিযোগ উঠেছে। সব মিলিয়ে গত দু’দিন ধরে কার্যত অচল রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
সকাল ৮টা থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এরপর সকাল ৯টার দিকে হামলাকারী হিসেবে অভিযুক্ত কয়েকজন শিক্ষার্থী ক্লাস করতে যাওয়ার জন্য গোলচত্বরে জমা হলে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। পরে ১০টার দিকে ছাত্রকল্যাণ পরিচালক ড. মোহাম্মদ মশিউল হক ও সহকারী ছাত্রকল্যাণ পরিচালক ড. সাদিকুল ইসলামসহ কয়েকজন শিক্ষক আন্দোলনকারীদের সাথে কথা বলতে আসেন। আগামী ২৭ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে দ্রুত কারণ দর্শানোর বিজ্ঞপ্তি জারি করার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে অনুরোধ করেন। তবে শিক্ষার্থীরা কারণ দর্শানোর নোটিশ জারির আগে ক্লাসে ফিরে যেতে অস্বীকৃতি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার্থীদের বিক্ষোভে অচল চুয়েট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ