মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অভিবাসী ইস্যুতে যুক্তরাজ্যের সাথে কাজ করতে চান। কিন্তু আলোচনা হতে হবে অর্থবহ ও তাৎপর্যপূর্ণ। ইউরোপীয়ান কর্মকর্তাদের সাথে এক বৈঠকের পর এই মন্তব্য করেছেন জেরাল্ড ডারমানিন। গত সপ্তাহে ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশের চেষ্টা করতে গিয়ে নৌকাডুবিতে ২৭ অভিবাসীর মৃত্যু হয়। এই ঘটনার পর ইউরোপীয়ান কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। কূটনৈতিক টানাপোড়েনে ওই বৈঠকে যুক্তরাজ্যের আমন্ত্রণ বাতিল করে প্যারিস। ক্যালাইসে অনুষ্ঠিত হওয়া ওই বৈঠকে নিজের অনুপস্থিতিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীদের ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রী বরিস জনসন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোকে প্রকাশ্য চিঠি লেখার পর ওই আমন্ত্রণ বাতিল করে প্যারিস। ফ্রান্সের প্রেসিডেন্ট অভিযোগ করেন চিঠিটি টুইটারে প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পরিস্থিতির গুরুত্ব প্রদর্শনে ব্যর্থ হয়েছেন। তবে ব্রিটিশ সরকার জোর দিয়ে দাবি করে দায়িত্ব নিয়েই চিঠিটি প্রকাশ করা হয় এবং ফ্রান্সকে আমন্ত্রণ পুনর্বিবেচনার তাগিদ দেওয়া হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এই সমস্যা আমাদের যৌথভাবে নিরসন করতে হবে।’ ক্যালাইসে অনুষ্ঠিত বৈঠকে বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি এবং ইউরোপীয়ান কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান তিনি এই সঙ্কট মোকাবিলায় যুক্তরাজ্যের সাথে কাজ করতে চান। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।