মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়তে পারে- এমন শঙ্কা থেকে সব বিদেশিদের জন্য জাপানের দুয়ার আপাতত বন্ধ হচ্ছে। সোমবার আল জাজিরার খবরে বলা হয়, জাপান ইতোমধ্যে নিজ দেশে বিদেশিদের ভ্রমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এর আগে ইসরায়েল বিদেশিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। জাপান এ ধরণের ঘোষণা দেয়া দ্বিতীয় দেশ।
দক্ষিণ আফ্রিকাসহ এর প্রতিবেশি কয়েকটি দেশের সঙ্গে আগেই বিমান চলাচল বন্ধ করেছে জাপান। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার এ নতুন ধরন শনাক্ত হয়।
এর পর থেকে অনেক দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের বিমান যোগাযোগ বন্ধ করে দেয়। সেই তালিকায় বাংলাদেশও আছে।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরন ওমিক্রন দ্রুত আচরণ পরিবর্তন করতে সক্ষম। তাদের ধারণা, এটা দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম। কোনো কোনো বিজ্ঞানীরা এটাকে ডেল্টার চেয়েও ভয়ঙ্কর বলছেন।
এর কারণ হিসেবে তারা বলছেন, করোনার প্রচলিত ধরনগুলো থেকে ওমিক্রন অনেকটাই আলাদা। তাদের আশঙ্কা, করোনার টিকা ওমিক্রন মোকাবেলায় কাজ না-ও করতে পারে। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।