Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন নেটিজেনরা

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২১, ৩:০৬ পিএম

গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ভয়ংকর এই ধরনটি বসতোয়ানা, ইসরায়েল, হংকং, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, বেলজিয়াম; এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও শনাক্ত হয়েছে। শুক্রবারেই এক জরুরি বৈঠক শেষে নতুন ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা।

বিশ্বের অধিকাংশ দেশই ‘ওমিক্রন’ ঠেকাতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আফ্রিকার সাত দেশের ওপর ভ্রমণে বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে। যুক্তরাজ্যে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। বিদেশি নাগরিকদের জন্য সীমান্ত বন্ধ করছে ইসরায়েল।

এর প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম একদিনেই কমে গেছে শতকরা ১০ ভাগের বেশি। ব্যারেলপ্রতি এই দরপতন প্রায় ১০ ডলার।

এদিকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ। শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে আলমগীর আহমেদ ফেইসবুকে লিখেছেন, ‘এই ভ্যারিয়েন্ট বাংলাদেশে ঢুকলে রক্ষা নাই। আমেরিকা, বৃটেন, ইসরায়েলসহ অনেক দেশেই এই ভ্যারিয়েন্ট সনাক্ত হয়েছে। তাই বাংলাদেশকে সাবধানী হতে হবে। নিউইয়র্কের অবস্থা নাজুক।’

উদ্বেগ প্রকাশ করে দিপন মন্ডল লিখেছেন, ‘এখন থেকে সর্তকতা না হলে, ডেল্টা ভ্যারিয়েন্টের মতো ভয়াবহ পরিবেশ সৃষ্টি হতে পারে। মাস্ক ব্যবহার করতে হবে, সুরক্ষিত থাকার চেষ্টা করতে হবে।’

সাইমন আহমেদ লিখেছেন, ‘বৃটেনে ইতোমধ্যেই ভয়াবহ এই ভ্যারিন্টের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তাই সরকারের উচিৎ অনতিবিলম্বে বৃটেনের সাথে সব ফ্লাইট আসা যাওয়া বন্ধ করে দেওয়া।’

রাকিবুল ইসলাম রাজু মনে করেন, ‘ওমিক্রন ঠেকাতে ভারতের সাথে বর্ডার নিয়ে বেশি সতর্ক হতে হবে। মানে বন্ধ করে দিলে ভালো হয়। কারণ ইতোমধ্যেই ভারতে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।’

সাইফুল ইসলামের পরামর্শ, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক ভালো আছে। সেজন্য আগে থেকে অনেক প্রস্তুতি গ্রহণ করতে হবে। যাতে করে এই ভ্যারিয়েন্ট আমাদের বাংলাদেশে আসতে না পারে।’

ভিন্ন কথা বলছেন এমডি সুরুজ জামান সুজন। তিনি লিখেছেন, ‘আবারও নতুন ভ্যারিয়েন্ট, আবারও অর্থের রমরমা কারবার। এভাবেই চলতে থাকবে করোনা নাটক। আসলে এটা গরীব রাষ্ট্রগুলোকে শোষণ করার ধান্দা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ