Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুলতান সেলিম মসজিদে সাড়ে ৪শ’ বছরের পুরনো কুরআন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

তুরস্কের কোনিয়া প্রদেশের কারাপিনার জেলার ঐতিহাসিক সুলতান সেলিম মসজিদে পাওয়া গেছে ৪৫০ বছরের পুরনো কুরআন মজিদ। উসমানিয়া সুলতান দ্বিতীয় সেলিমের নির্মিত এই মসজিদের সংরক্ষণাগার থেকে হাতে লেখা মোট ১০ খ- কুরআনের কপি পাওয়া গিয়েছে। কারাপিনার জেলার মুফতি ইউনুস আয়দিন বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, এই কুরআনগুলো পেয়ে তারা উচ্ছ্বসিত। তিনি জানান, মসজিদে হাতে লেখা কুরআনের এই পা-ুলিপিগুলোর খবর কেউই জানতো না ও দীর্ঘদিন তা মসজিদের সংরক্ষণাগারেই পড়ে ছিলো। ইউনুস আয়দিন বলেন, আমরা মাত্রই তা পেলাম। এটি বর্তমান সময় পর্যন্ত অজানা ছিলো। আমরা সম্পূর্ণ কুরআনের খ-গুলো পাইনি। তিনি বলেন, আমরা যখন এটি পরীক্ষণ করি, এখানে সুলতান দ্বিতীয় সেলিম ও কারাপিনারের নাম খুঁজে পাই। এই সম্পর্কে আমরা আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগের অধ্যাপক মুস্তফা আশকারের সাথে যোগাযোগ করি। তিনি যখন বলেন, এই দলিল খুবই গুরুত্বপূর্ণ, আমরা মসজিদে তা প্রদর্শনের ব্যবস্থা করি। কারাপিনারের মুফতি বলেন, সুলতান সেলিম খান শাহজাদা থাকা অবস্থায় কোনিয়ায় অবস্থানকালে, কারাপিনারে বিভিন্ন কাজ করেন। কারাপিনারের জন্য তিনি সুন্দর ও সুচারুভাবে লিখিত ৩০ খ-ের কুরআনের মাসহাফ উপহার দিয়েছিলেন। কিন্তু আমাদের কাছে এর ১০ খ- রয়েছে। কুরআনের খ-গুলোর ভেতরে কারাপিনার শহরকে এই মাসহাফ উপহার দেয়ার কথা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। কারাপিনার জেলার গভর্নর ওউজ জেম মুরাদ বলেন, এই ঘটনায় আমরা সবাই উচ্ছসিত। মুফতি সাহেব ও আমাদের সহকর্মীদের উদ্যোগে মসজিদের সংরক্ষণাগার থেকে আমরা মহামূল্যবান এই সম্পদ পেয়েছি। সুলতান দ্বিতীয় সেলিম শাহজাদা থাকা অবস্থায় তার বাবা সুলতান সুলাইমানের শাসনামলে ১৫৬৩ সালে এই মসজিদ নির্মাণ করেন। ডেইলি সাবাহ।



 

Show all comments
  • md shamsul hoque ৬ ডিসেম্বর, ২০২১, ৭:০৮ পিএম says : 0
    We feel proud.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাড়ে ৪শ’ বছরের পুরনো কুরআন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ