Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল সিলেটে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ৪:৪৮ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের এমপি ড. একে আব্দুল মোমেন এক সংক্ষিপ্ত সফরে কাল শুক্রবার (২৬ নভেম্বর) সিলেটে আসছেন। সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ৮টা ৫০ মিনিটে পৌঁছাবেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দওে তিনি। পরে সকাল নয়টায় পররাষ্ট্রমন্ত্রীর সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো টার্মিনাল পরিদর্শন করবেন। এরপর সকাল ১০টায় শহরতলীর বটেশ্বর এলাকায় ইউসেফ কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নবনির্মিত ১০তলা আউটডোর ভবনের উদ্বোধন ও বিকাল সাড়ে ৫টায় সিলেট জেলা পরিষদে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে বিসিক ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির যৌথ উদ্যোগে প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। ওইদিন রাত ৮টা ২০ মিনিটে একটি ফ্লাইটে ঢাকায় উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সফর

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ