Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাজ্যে যাওয়ার সময় নৌকা ডুবে ২৭ অভিবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১০:০০ এএম

ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার সময় নৌকা ডুবে ২৭ অভিবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) ফ্রান্সের বন্দরনগরী কালাইয়ের কাছের একটি চ্যানেল পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, ডুবে যাওয়া নৌকা থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃতদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, যেই চ্যানেলটিতে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেটা বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেন। এই চ্যানেলে সবসময় স্রোত বেশি থাকে। অত্যধিক বোঝাই করা ডিঙ্গি নৌকাগুলো ঝুঁকিপূর্ণভাবে এই চ্যানেল পার হয়ে থাকে।

ব্রিটিশ উপকূলে পৌঁছানোর চেষ্টা করার সময় যেকোনো মুহূর্তে এসব ডিঙ্গি নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে।

সূত্র: রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ