বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি দেশের তরুণ সমাজকে উদ্দেশ্যে বলেছেন, যারা আর্থিকভাবে স্বচ্ছল তারা আয়কর দিলে দেশ অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধশালী হবে। বর্তমানে সেরা করদাতাদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়া হচ্ছে। এ কারণে আমরা বিদেশী সাহায্যের উপর নির্ভর না করে নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর মতো মেগাপ্রকল্প সম্পন্ন করতে পারছি।
প্রতিমন্ত্রী বুধবার দুপরে শহরের জয়দেবপুর পিটিআই শহীদ আহসানউল্যাহ মাস্টার মিলনায়তনে কর অঞ্চল গাজীপুর এর উদ্যোগে সেরা করদাতাগনকে সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল গাজীপুর-এর করকমিশনার মো: খাইরুল ইসলাম। বক্তব্য রাখেন, গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি’র সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, গাজীপুর ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি মো: আহসান উল্লাহ অন্তু, সেরা করদাতা সাদ্দাম হোসেন, নুরুল ইসলাম মোল্লা, রওশন আক্তার প্রমুখ।
প্রতিমন্ত্রী দেশের তরুণ সমাজকে উদ্দেশ্য করে বলেন তোমরা আত্মকর্মী হও। ঘরে বসে হতাশ না হয়ে, মাদক জাতীয় দ্রব্যে আসক্ত না হয়ে আত্মকর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করো। ‘আমি আমার বস হবে’ এ আত্মবিশ^াসে বলীয়ান হয়ে চাকুরীর আশায় না থেকে প্রশিক্ষণ নিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে ওঠো। নিজে স্বাবলম্বী হয়ে দেশপ্রেম নিয়ে দেশের কল্যাণে নিবেদিত হও। দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠো।
অনুষ্ঠানে উল্লেখ করা হয় ২০১১ সালে গাজীপুর কর অঞ্চল চালু করার সময় যেখানে ৯৬ কোটি টাকা কর আদায় করা হয়েছিল। সেখানে ২০২০-২০২১ অর্থবছরে ৭৮৩ কোটি টাকা আদায় করা হয়। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশী। একই সময়ে গাজীপুর ও টাঙ্গাইলে ২৭ হাজার করদাতা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৮হাজার। আগামী অর্থ বছরে আয়ের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে এক হাজার কোটি টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।