Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় দেশি-বিদেশি অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ৪:৫০ পিএম

নওগাঁয় দেশী-বিদেশী ধারালো অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দোগাছি গ্রামের লিটন হোসেনের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-দোগাছি দক্ষিণপাড়া গ্রামের ইসমাইল প্রামাণিকের ছেলে মোহাম্মদ আলী (৪০) ও মুজিবুর রহমানের ছেলে জামিল হোসেন (৩৬)। বুধবার সকালে র‌্যাব-৫ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, দোগাছি স্থানীয় জনগনের নিকট হতে নওগাঁ সদর থানার মামলার প্রক্ষিতে পেনাল কোড-১৮৬০ মোতাবেক অত্র ক্যাম্পে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে র‌্যাব-৫। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদের নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় দোগাছি গ্রামের লিটন হোসেনের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা সেবনের সময় হাতেনাতে গ্রেফতার করা হয় ওই দুই সন্ত্রাসীকে। পরে তাদের দেয়া তথ্য মতাবেক তাদের বাড়ি থেকে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই এবং মারামারির কাজে ব্যবহারকৃত ৫টি রামদা, ৮টি চাপাতি, ৬টি ধারালোছুরি, ৫টি বাটাল, ৫টি ছোটছুরি, ১টি বিদেশী ছোরা, ১টি বিদেশী তলোয়ার, ১৪টি ছিনতাই করা মোবাইল, ৯পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাব-৫ আরও জানান, তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই এবং মারামারি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান র‌্যাব-৫।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ