Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ওয়ান শুটারগান সহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ২:১৬ পিএম

সিলেটের ওসমানীনগর গোয়ালাবাজার থেকে ওয়ান শুটারগান সহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত সুহেল মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন করিমপুর গ্রামের মৃত সৈয়দ জমির আলীর পূত্র। তার বিরুদ্ধে ওসমানীনগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২৪ নভেম্বর) সকালে ওসমানীনগর থানা পুলিশ সুহেল মিয়াকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে মঙ্গলবার (২৩ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল গ্রেফতার করে তাকে। র‌্যাবের অভিযানের বিষয়টি টেরপেয়ে অস্ত্র ব্যবসায়ী সুহেল মিয়া লাল রংয়ের একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব তাকে গ্রেফতার করতে সমর্থ হয়। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব দেশীয় তৈরী ওয়ানশুটারসহ সুহেল মিয়াকে গ্রেফতার করে। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আগ্নেয়াস্ত্রটির ওজন প্রায় দেড় কেজি। অস্ত্রটি ফায়ারিং ট্রিগার সংযুক্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ