Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয় দিবস উপলক্ষে নতুন আঙ্গিকে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

গত বছরের সাফল্যের পর, টানা দ্বিতীয়বারের মতো বিজয়ের সুরে নতুন এক্সপেরিয়েন্স ক্যা¤েপইন চালু করেছে রবি। এবার বিজয় দিবস উদযাপনে কয়েকজন কিংবদন্তী এবং বর্তমানের সঙ্গীত শিল্পীদের নিয়ে জনপ্রিয় দেশাত্মবোধক গান, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটির নতুন সংস্করণ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। ক্যা¤েপইনের অংশ হিসাবে, রবির ফেসবুক পেজে অনুষ্ঠিত একটি সোশ্যাল মিডিয়া পোলিং-এর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত ভোটের সংখ্যার ভিত্তিতে এই সুপরিচিত গানটি নির্বাচন করা হয়। গোবিন্দ হালদার রচিত এবং সমর দাসের সুরে গাওয়া এই দেশাত্ববোধক গানটির নতুন সংস্করণ নির্বাচিত সঙ্গীতানুরাগীদের পাশাপাশি পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ডালিয়া নওশিন, আর্ক ব্যান্ডের হাসান, নেমেসিসের জোহাদ, শিরোনামহীনের তানজির তুহিন, চিরকুটের শারমিন সুলতানা সুমি এবং সাবরিনা পড়শী। এবারও গানটির নতুন সংস্করণ তৈরি করছেন মিউজিক ক¤েপাজার এবং চিরকুট ব্যান্ডের সদস্য পাভেল আরিন। আরেকটি বিজয় দিবসের গানের নতুন সংস্করণ তৈরির অভিজ্ঞতা স¤পর্কে পাভেল আরিন বলেন, বিজয়ের ৫০ বছর উদযাপনে এই আইকনিক গানটির মাধ্যমে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পারায় আমরা অত্যন্ত গর্বিত। গত বছর গান ক¤েপাজ করার সময়টি খুব উপভোগ করেছি এবং এই বছর আমি এটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই। রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, গত বছরের অসাধারণ সাফল্যের পর আমরা বিজয়ের আরেকটি আইকনিক গানের নতুন সংস্করণ তৈরির সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য হল এই আইকনিক গানগুলোকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, যাতে তারা আগামী দিনগুলোতে আমাদের বিজয়ের প্রেরণা উপলব্ধি করতে এবং নিজেদের মধ্যে তা লালন করতে পারেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজয় দিবস

১৮ ডিসেম্বর, ২০২২
১৭ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ