Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন চাই

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং সম্মান শ্রেণির গণ্ডি পেরিয়ে গ্রাজুয়েশন শেষ করার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবর্তন পায়। কিন্তু তা থেকে বঞ্চিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ, সকল শিক্ষার্থীর লালিত একটা স্বপ্ন থাকে, গ্রাজুয়েসন শেষ করার পর সমাবর্তন পাওয়া। এ সমাবর্তন শুধু কালো গাউন, টুপি পরে ছবি তোলা নয়, বরং এর সাথে অনেক সম্মান এবং গর্ব জড়িত। দুঃখজনক হলেও এটাই সত্যি যে, এ ধরনের সম্মান শুধু দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেই দেখা যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর থেকে বঞ্চিত। এছাড়া প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন কলেজ থেকে প্রায় চার লাখ শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করে থাকেন। স্নাতক সম্পন্ন করার পর তাদের হাতে শুধুমাত্র একটি কাগজের সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়। কোন সমাবর্তন দেওয়া হয় না। অথচ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবছর কিংবা দুই বছর অন্তর-অন্তর সমাবর্তন দেয়া হয়। অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে এটা এখন পর্যন্ত স্বপ্ন হয়ে আছে। যদিও এর আগে প্রতিষ্ঠার আড়াই দশক পর গত ১৭ জানুয়ারি ২০১৭ সালে বঙ্গবন্ধুর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এ সমাবর্তনে নানা ভোগান্তি বিরাজমান ছিল। সমাবর্তনের দিন দেওয়া হয়নি কোনো সার্টিফিকেট। এরপর থেকে নিশ্চুপ হয়ে গেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজও দ্বিতীয় সমাবর্তনের দেখা পেল না জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আশা রাখছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সমাবর্তনের দাবি পূরণ করবে।

জেসমিন আক্তার
শিক্ষার্থী, জয়নাল হাজারী কলেজ, ফেনী



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন