বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটককৃতদের মধ্যে আক্তারকে বিদেশি নাগরিক আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি রফিককে সতর্ক করে ১০ হাজার টাকা জামানত রেখে ছেড়ে দেওয়া হয়েছে। গত রোববার রাতে ভাসানচরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, আশ্রয়ণের ৫০নং ক্লাস্টারের এইট/১৫ কক্ষের সিদ্দিকের ছেলে আক্তার ও ৪৮নং ক্লাস্টারের সি/১৩ নং কক্ষের নুর আহম্মদের ছেলে রফিক।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার এপিবিএন সিভিল টিম ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে দুইজন রোহিঙ্গাকে আটক করে। আটককৃত আসামি আক্তারকে ভাসানচর থানায় হস্তান্তর করা হয়। ভাসানচর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আক্তারের বিরুদ্ধে রোহিঙ্গাদের পালাতে সহযোগিতা করার ঘটনায় বিদেশি নাগরিক আইনে মামলা রয়েছে।
তাকে গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।