পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ন প্রকল্প থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার সময় ১৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টায় চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লেংটা ঘাট সংলগ্ন এলাকার বেড়িবাঁধ থেকে তাদেরকে আটক করে স্থানীয় জনগণ। পরে কোম্পানীগঞ্জ থানায় খরর দিলে গতকাল সকালে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ১২ জন শিশু রয়েছে।
আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয়ন প্রকল্পের ৮৫ নম্বর ক্লাস্টারের আবু তৈয়ব, জাহিদ হোসেন, আজিজ খান, সামসিদা বেগম, রেরওয়ান, তাসমিন আরা, ইয়াছমিন আরা, মো. আনাস, জেসমিন আরা, মো. ইয়াছের, মো. কাওছার, শাহানারা বেগম, সুফিয়া, সুমাইয়া, সাবনুর, ইয়াছমিন, আজিজা বেগম ও এবাদ উল্যাহ।
একালাবাসী জানান, গত শনিবার রাতে চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ঘাট সংলগ্ন আলমগীরের দোকানে সামনে শিশুসহ ১৮ জন রোহিঙ্গা একসাথে ঘোরাফেরা করছিল। পরে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে স্বীকার করে। পরে উপস্থিত লোকজন চরএলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে গেলে স্থানীয় চেয়ারম্যান থানায় খবর দেয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, ভাসানচর থেকে দালালের মাধ্যমে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে এসেছিল তারা। দালালরা তাদের কক্সবাজার বলে চরএলাহী নামিয়ে দিয়ে চলে যায়। গতকাল রোববার সকালে তাদেরকে পুনরায় ভাসানচরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।