বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ফুলপুরে দীর্ঘদিন পলাতক থাকার পর নিজাম উদ্দিন নামে ৫টি সিআর ও একটি সাজাপ্রাপ্ত মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে আজ রবিবার দুপুরে ময়মনসিংহে আদালতে প্রেরণ করা হয়েছে। নিজাম উদ্দিন ফুলপুর উপজেলার শালিয়া গ্রামের কছির উদ্দিনের পুত্র।
জানা যায়, ফুলপুর উপজেলার শালিয়া গ্রামের কছির উদ্দিনের পুত্র মোঃ নিজাম উদ্দিন ৫ টি সিআর ও একটি সাজাপ্রাপ্ত মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। গত শনিবার ফুলপুর থানার এসআই জাহিদ হাসান ও এসআই জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে চট্রগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা থেকে আসামী নিজাম উদ্দিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী নিজাম উদ্দিনকে রবিবার দুপুরে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।