পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে অসস্তোষ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। গতকাল শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ কে এম গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়ামে ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ আয়োজিত সপ্তম মানবাধিকার সম্মেলনে সুজন সম্পাদক এ অসন্তোষ প্রকাশ করেন। ড. বদিউল আলম মজুমদার বলেন, একটা সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়। জনগণ ভোটাধিকারের মাধ্যমে মতামত দিতে পারেন, পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেন। কিন্তু আমাদের ভোটাধিকারের কী হলো? বাই বাই গণতন্ত্র। অথচ কিছুদিন আগপর্যন্ত আমাদের এক দিনের গণতন্ত্র ছিল। ভোটের দিন আমরা সবাই রাজা-রানি হওয়ার সুযোগ পেতাম। সেটিও আমরা হারিয়ে ফেলেছি। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয়, প্রশাসনের কাছে দায়বদ্ধ মন্তব্য করে বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে জনগণের ভোটের প্রয়োজন হয় না। তাই সরকার দায়বদ্ধ আমলা ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে। কারণ, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ক্ষমতায় এসেছে মধ্যরাতের ভোটের মাধ্যমে। তাদের কি আর সেই দায়বদ্ধতা আছে? বদিউল আলম মজুমদার বলেন, স্বাধীনতাযুদ্ধ হয়েছিল মানুষের অধিকারের চারটি ভিত্তি প্রতিষ্ঠার জন্য। এর অন্যতম গণতন্ত্র। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই কেবল মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব। আমাদের মহান সংসদকে বলা হয় ‘হাউস অব দ্য পিপল’। তার মানে জনগণের প্রতিনিধিরা সংসদে বসবেন, তাদের কল্যাণে ও স্বার্থে কাজ করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।