বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে লক্ষ্মীপুরে গণঅনশন কর্মসুচী পালন করছেন দলের নেতাকর্মীরা। শনিবার (২০ নভেম্বর) জেলা বিএনপি সদস্য সচিবের বাস ভবনের সামনে এ কর্মসুচি পালন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক এড. হাছিবুর রহমান হাছিবসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখেছে সরকার। তাকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করে তিলে তিলে হত্যার চেষ্টা করা হচ্ছে। কারো ক্ষমতা চিরস্থায়ী নয়। দ্রুত খালেদা জিয়াকে মুক্তিসহ বিদেশে চিকিৎসা অনুমতি দিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।