বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের সাজা ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের সাজা বৃদ্ধির প্রতিবাদে ও মুক্তির দাবীতে বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন কর্মসূচি পালন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথির রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক।
গণঅনশন কর্মসূচি শেষে পানি পানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনশন ভাঙ্গান বিএম এর সাবেক সহ-সভাপতি ও পেশাজীবী ঐক্যপরিষদের সভাপতি ডা. শামীমুর রহমান শামীম।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনুষ্ঠিত অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, জিয়াউল গণি আরেফীন জিল্লুর, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, আব্দুস সাত্তার, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি একে এম তারেক কালাম, যুগ্ম-সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ, মাহবুব চৌধুরী, মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক লোকমান আহমদ, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, মহানগর বিএপির সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন, মহানগর ছাত্রদল সহ-সভাপতি আব্দুল হাসিব, এমসি কলেজ ছাত্রদল নেতা সৈয়দ মিনহাজ। অনশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি উসমান গণি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুদ্দোজা বদর, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড. ফখরুল হক, তথ্য ও প্রকাশনা সম্পাদক এড. আল আসলাম মুমিন, যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ ইকবাল নেহাল, মহানগর বিএপির সেচ্ছাবিষয়ক সম্পাদক হাবিব হোসেন শিলু, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, হাবিবুর রহমান হাবিব, শাহ নেওয়াজ বক্ত তারেক, আমিন উদ্দিন আহমদ, কয়েছ আহমদ সাগর, আজির উদ্দিন আহমদ, মো. মখলিছ খান, শাহিবুর রহমান সুজান, বাবর আহমদ, লিমন আহমদ, লুৎফুর রহমান, ময়নুল হক স্বাধীন, আলমগীর হোসেন, মামুন আহমদ মিন্টু, মাছুম রাজ্জাক রুমেল, নজরুল ইসলাম, মো. মকবুল হোসেন, মঈন উদ্দিন, জামিল আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, এনামুল হক শামীম, কয়েছ আহমদ, জামাল খান, নাসির উদ্দিন রহিম, ইছহাক আহমদ, আব্দুল মুকিত, রনি পাল প্রমুখ।
অনশন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম. এ. হক বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রহসনের মামলায় ফরমায়েসী সাজা দিয়ে নির্বাচনের বাইরে রাখার যে অশুভ পায়তারা করছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার, তা শহীদ জিয়ার সৈনিকেরা বেঁচে থাকতে সফল হতে দেবে না। সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা বাতিল ও মুক্তি দাবী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিলের দাবী জানান। বক্তারা কারাগারে আটক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আলী হোসেন বাচ্চু, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান সহ কারাবন্দি সকল নেতৃবৃন্দের মুক্তি দাবী করেন। একই সাথে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সভাপতি অসুস্থ্য নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক সহ ৮২জন নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারের দাবী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।