মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে কৃষি আইনের বিরুদ্ধে দুই মাস ধরে বিক্ষোভরত কৃষকেরা গণঅনশন শুরু করেছেন। শনিবার দিল্লি সীমান্তের কয়েকটি স্থানে এক দিনের এই কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ শুরুর পর এসব এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত দুই মাস ধরে বিক্ষোভরত কৃষকেরা গত সপ্তাহে ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর র্যালির আয়োজন করে। হাজার হাজার কৃষক দিল্লি অভিমুখে র্যালি নিয়ে রওনা দিলে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ওই সংঘাতের জন্য কৃষকদের দায়ী করে তাদের দিল্লি সীমান্ত থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কৃষকদের অবস্থানে সংঘবদ্ধ গোষ্ঠীর হামলার ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে শনিবার দিল্লি সীমান্তে অবস্থানরত কৃষকেরা এক দিনের গণঅনশন কর্মসূচি পালন শুরু করে। স্থানীয় সময় শনিবার বেলা এগারোটা থেকে রবিবার একই সময় পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। কৃষকদের কর্মসূচি শুরুর আগেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়, দিল্লি সীমান্তবর্তী এসব এলাকায় বন্ধ থাকবে মোবাইল ইন্টারনেট সেবা। জননিরাপত্তা বজায় রাখার অজুহাত দিয়ে এই সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। অস্থিরতা তৈরি হলে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া ভারতীয় কর্তৃপক্ষের জন্য নিয়মিত বিষয়। যদিও রাজধানী এলাকায় এই সেবা বন্ধ রাখার ঘটনা অস্বাভাবিক। কৃষক বিক্ষোভের অন্যতম কেন্দ্র হয়ে ওঠা দিল্লির সিঙ্ঘু সীমান্তে শনিবার মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ সদস্য। এদিন সেখানে নতুন করে হাজার হাজার ট্রাক্টর নিয়ে এসে যোগ দিয়েছে কৃষকেরা। কৃষক নেতারা বলছেন, ভারতের স্বাধীনতার মহান নেতা মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে গণঅনশন পালন করা হবে শান্তিপূর্ণভাবে। বিক্ষোভ আয়োজনকারী গ্রুপ সংযুক্ত কিষাণ মোর্চার নেতা দর্শন পাল বলেন, ‘কৃষকদের আন্দোলন শান্তিপূর্ণ ছিলো আর শান্তিপূর্ণ থাকবে।’ তিনি বলেন, ‘সত্য ও অহিংসার ম‚ল্যবোধ ছড়িয়ে দিতে ৩০ জানুয়ারির কর্মসূচি পালন করা হবে।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।