Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১১:৩৯ এএম

আরেকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষ্য, তাদের অজেয় অস্ত্রাগারে সর্বশেষ সংযোজন এই নতুন ক্ষেপণাস্ত্রটি।

রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, অ্যাডমিরাল গরসকভ যুদ্ধজাহাজ থেকে জিরকন ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়, যা আর্কটিক সাগরে রাশিয়ার একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে পাঁচ গুণের বেশি গতিতে চলতে পারে ও মাঝপথে কৌশল বদলাতে পারে বলে প্রথাগত ক্ষেপণাস্ত্রের তুলনায় একে নজরদারি ও বাধা দেয়া কঠিন। সাম্প্রতিক বছরগুলোতে জিরকন ক্ষেপণাস্ত্র নিয়ে একাধিক পরীক্ষা চালিয়েছে মস্কো। এর আগে সাবমেরিন থেকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছিল।

রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের উত্তেজনা বাড়ছে। সম্প্রতি রাশিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে একটি কৃত্রিম উপগ্রহ ধ্বংস করেছে। এ নিয়ে সমালোচনা করছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মস্কো সাম্প্রতিক বছরগুলোতে অস্ত্র উন্নয়নের কথা বলে আসছে।

পুতিন ২০১৮ সালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জিরকনসহ বেশ কিছু হাইপারসনিক অস্ত্রের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এসব অস্ত্রের পাল্লা হাজার কিলোমিটার, যা সমুদ্র বা ভূপৃষ্ঠের যেকোনো লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। সূত্র: এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ