পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আধিপত্য বিস্তারের জেরে ছাত্রলীগের একপক্ষের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মী মাহাদি জে আকিব ১৯ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার তাকে চমেক হাসপাতালের আইসিইউ থেকে রিলিজ দেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, দেড় মাস পর তার আরও একটি অপারেশন করতে হবে। কুমিল্লার বুড়িচং এলাকার গোলাম ফারুক মজুমদারের দুই সন্তানের মধ্যে ছোট মাহাদি জে আকিব (২১) চমেক এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
গত ৩০ অক্টোবর চমেক ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীদের হামলার শিকার হন আকিব। হামলায় তার মাথার হাড় ভেঙ্গে যায়। তাৎক্ষণিক অপারেশন করে একটি হাড় তার পেটের চামড়ার নিচে রেখে দেয়া হয়েছে। দেড় মাস পর অপারেশন করে সেটি মাথায় পুনঃস্থাপন করা হবে। চমেক এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল গ্রুপ ও আ জ ম নাছির উদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষে আকিবসহ আহত হন আরও বেশ কয়েকজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।