প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর। তার শারীরিক অবস্থা দেখে চিকিৎসকরা তাকে আইসিইউ-তে রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন। গতকাল জানা গেল, এখনও ছাড়া পাবেন না তিনি। আরো অন্তত ১০ থেকে ১২ দিন আইসিইউ-তেই কাটাতে হবে এই লিভিং লেজেন্ডকে। লতা মঙ্গেশকরের চিকিৎসার আপডেট জানানো হচ্ছে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডজ হসপিটাল-এর তরফ থেকেই। তার চিকিৎসার দায়িত্বে থাকা ডা. প্রতীত সামধানি জানিয়েছেন, ‘গায়িকা লতা মঙ্গেশকর এখনও আইসিইউ ওয়ার্ডেই আছেন। এখানেই তাকে আগামী ১০-১২ দিন অবজারভেশনে রাখা হবে। কোভিডের পাশাপাশি তার নিউমোনিয়াও হয়েছে।’ মঙ্গলবার সকালেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। লতা মঙ্গেশকরের দীর্ঘ কেরিয়ার হাজারেরও বেশি হিন্দি গান গেয়েছেন। শুধু তাই নয় প্রায় সব কটি আঞ্চলিক ভাষাতে গান গেয়েছেন তিনি। লতা মঙ্গেশকরের শেষ হিন্দি সিনেমার প্লে-ব্যাক ছিল যশ চোপড়ার ভীর যারা ছবিটি। মদন মোহনের সুরে গোটা অ্যালবামটাতেই ছিল লতা মঙ্গেশকরের গান। সম্প্রতি লতা মঙ্গেশকর ভারতীয় সেনাবাহিনীর জওয়ানের জন্যে একটি গান রেকর্ড করেন। গানটি ছিল ‘সুগান্ধ মুঝে ইস মিট্টি কি’ গানটি মুক্তি পায় একুশ সালের ৩০ মার্চ। ২০০১ সালে ভারতরতড়ব পুরষ্কারে সম্মানিত হন লতা মঙ্গেশকর। ৯২ বছর বয়সাী এই কিংবদন্তী শিল্পী ভারতরতড়ব ছাড়াও পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে পুরষ্কার ও একাধিক ন্যাশন্যাল অ্যাওয়ার্ড ও পেয়েছেন তিনি। ২০২১ সালে ২৮ সেপ্টেম্বর ৯২ তে পা দেন এই বর্ষীয়ান সংগীত শিল্পী। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।