Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ৫:৫৮ পিএম

বরিশালে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ৩০ হাজার টাকার চুক্তিতে এক প্রার্থীর হয়ে গতকাল বুধবার বিকালে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে ধরা পড়ে সে। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে পুলিশ আদালতে সোপর্দ করলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে গতকাল বুধবার দুপুরে নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড ক‌লে‌জ কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল খায়ের আরাফাত নামে ওই শিক্ষার্থী ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা এবং বরিশাল বিশ্ব‌বিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভা‌গের শেষ বর্ষের ছাত্র। আরাফাত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র এবং ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ড. তারেক মাহমুদ আবীর।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার (পুরুষ) পরীক্ষার্থী বরিশাল জেলার উজিরপুর উপজেলার সৌরভ হালদারের স্থানে প্রক্সি দি‌তে যায় আরাফাত। তার প্রবেশপত্র যাচাই-বাছাইকালে ছবির সাথে চেহারার মিল না পাওয়ায় কেন্দ্র পরিদর্শকের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে আরাফাত ৩০ হাজার টাকার বিনিময়ে প্রক্সি দেয়ার কথা স্বীকার করলে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সৌরভ হালদারের পরীক্ষা বাতিল করে তাকেও আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ