Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ৪:৩৫ পিএম

 আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল আটটা থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে স্বাভাবিক হয়েছে বিমান চলাচল।

গত বুধবার (১৭ নভেম্বর) ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি বিমান (ভিকিউ-৯৬৭) ৬টা ৫০মিনিটে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে নামার পর পরই নোচ হুইল বাঁকা হয়ে যাওয়ায় সেখানেই থেকে যায়। এরপর রাতে বিমান ওঠানামা বন্ধ যায়। ভিকিউ-৯৬৭ উড়োজাহাজটি ভিতরে ৭০জন যাত্রী ছিলেন বলে জানান কর্তৃপক্ষ। তবে তারা সবাই অক্ষত ছিলেন।
ঘটনার পর বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ সৈয়দপুরে অবতরণ না করে ঢাকায় ফিরে যায়।
নভোএয়ারের সৈয়দপুর বিমান বন্দর নিয়ন্ত্রক মোহাম্মদ শাওন জাহান, নভোএয়ারের ফিরতি ঢাকাগামী যাত্রীদের টিকিট বাতিল করা হয়েছে। তাদের রিফান্ডের প্রক্রিয়া চলছে। আজ সকাল থেকে শুরু হয় বিমান ওঠানামা।
সৈয়দপুর বিমান বন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার জানান, গভীর রাতে রানওয়ে থেকে উড়োজাহাজটিকে সরে নিয়ে বিমানবন্দরে রাখা হয়েছে। আজ সকাল ৮টা থেকে সকল বিমান উঠানামা শুরু হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান

১৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ