পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : স্বদেশের এক নাগরিককে গুলি করে হত্যার দায়ে এক সউদী প্রিন্সের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়েছে, তিন বছর আগে সউদী রাজধানী রিয়াদে ঝগড়া করার একপর্যায়ে ওই ব্যক্তিকে গুলি করেন প্রিন্স তুর্কি বিন সউদ আল কবির। সম্প্রতি রিয়াদে তার মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। কী পদ্ধতিতে প্রিন্স তুর্কির মৃত্যুদ- কার্যকর করা হয়েছে তার বিস্তারিত জানানো হয়নি, তবে সউদী আরবে মৃত্যুদ-প্রাপ্ত ব্যক্তিদের সাধারণত শিরñেদ করা হয়। চলতি বছর দেশটিতে মৃত্যুদ- কার্যকর করা ১৩৪তম ব্যক্তি হলেন প্রিন্স তুর্কি। রাজ পরিবারের কারো মৃত্যুদ- কার্যকর করা একটি বিরল ঘটনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিজ দেশের নাগরিককে গুলি করে মারার কথা স্বীকার করেছিলেন প্রিন্স। এই মৃত্যুদ- কার্যকরের কথা ঘোষণা করে মন্ত্রণালয় বলে, সরকার নিরাপত্তা বজায় রাখা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে উদগ্রীব। আল অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের পরিবার রক্তের বদলে ক্ষতিপূরণ নিতে অস্বীকার করে মৃত্যুদ-ের আর্জি জানায়। মৃত্যুদ-ে দ-িত হওয়া সউদী রাজপরিবারের সদস্যদের মধ্যে প্রিন্স ফয়সাল বিন মুসাইদ আল সৌদের ঘটনা সবচেয়ে বেশি আলোচিত। ১৯৭৫ সালে তিনি তার চাচা বাদশা ফয়সালকে গুলি করে হত্যা করেছিলেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।