Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের জানাযায় হাজারো জনতার ঢল

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ৩:৪৪ পিএম

পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভকে শেষ বিদায় জানাতে জেলা ঈদগাহ মাঠে জড়ো হয়েছিলেন হাজারো জনতা। বুধবার (১৭ নভেম্বর) পিরোজপুর শহরের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল, সাধারণ সম্পাদক আইনজীবী এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেকসহ আওয়ামী লীগ ও সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, গত ৭ নভেম্বর পিরোজপুরের শংকরপাশায় নৌকা মার্কার নির্বাচনী সভায় অংশগ্রহণ শেষে শহরে ফেরার পথে গুলিবিদ্ধ হন শুভ। গুলিবিদ্ধ শুভকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল এবং পরে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ৮ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ নভেম্বর) রাতে শুভর মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জানাজা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ