বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুন্দরবন এলাকায় ট্রলারের মালামাল লুটের সময় ডাকাতের গুলিতে মুসা (৩০) নামে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন এলাকার মান্দারবাড়িয়ায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ ট্রলার মালিক ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জেলে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের হারুন মিয়া ছেলে এবং ট্রলার মালিকের ভাতিজা।
‘এফবি বাবুল’ ট্রলারের মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, উপজেলার সুন্দরবন এলাকার মান্দারবাড়িয়ায় একটি ট্রলারে ২৫ থেকে ৩০ জন ডাকাত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এফবি বাবুল নামের মাছ ধরা ট্রলারের সব মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় মুসা বাধা দিলে ডাকাতরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্য জেলেদেরও বেদম মারধর করেন ডাকাতদল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।